
সিরাজগঞ্জ সদর থানার ওসির ফেসবুক পোষ্টে শিশু ফিরে পেলো পরিবার - ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো:হুমায়ুন কবির গত শুক্রবার ফেসবুকে একটি শিশু হারানো বিজ্ঞপ্তি পোষ্ট করেন। পোষ্টটি দেখে তার পরিবার সিরাজগঞ্জ সদর থানায় যোগাযোগ করেন।
শিশুটিকে সদর থানা থেকে শনিবার দুপুর ১২ টার দিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন সিরাজগঞ্জ সদর থানা অফিসার্স ইনচার্জ জনাব মো:হুমায়ুন কবির। তিনি বলেন আমি শুক্রবার শিশুটিকে পাই।
তাকে জিজ্ঞাসা করলে শিশুটি কোন ঠিকানা বলতে পারেনা। শুধু বলছে আমি ঢাকা দক্ষিণে থাকি আমি ঢাকা থেকে সিরাজগঞ্জ এর একটি ট্রেনে চড়ে আসছি। তখন অফিসার ইনচার্জ তার ব্যক্তিগত ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দেন।
পরে শিশুটির সন্ধান পাওয়া যায়। নাম- মো:মোস্তফা, পিতা- মো.মঞ্জু, গ্রাম- ঢাকা দক্ষিণ। তার পরিবার বলেন আমরা শিশুটিকে পেয়ে অনেক আনন্দিত। এমন কাজ আসলে অনেক প্রশংসনীয়। সিরাজগঞ্জ সদর থানা ওসি সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি।