
—ছবি মুক্ত প্রভাত
চলতি বছরের ২৬ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি ভুট্টাখেতে সূর্য বেগমের (৬৫) লাশ পাওয়া যায়। ভুট্টাখেত থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনায় এক আসামিকে ঢাকার সাভার উপজেলার কমলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে অভিযানে ওই আমামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ফিরোজ (২৫)। তিনি পুঠিয়া উপজেলার উজালপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। নিহত ওই বৃদ্ধা সূর্য বেগম একই গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী।
বৃহস্পতিবার সকালে রাজশাহী র্যাব-৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব বলছে, উজালপুর বিলের ভেতর ছাগল আনতে গিয়ে ২৬ মে বিকেলে নিখোঁজ হন সূর্য বেগম। সূর্য বেগম বাড়ি না ফেরায় ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে খুঁজতে বের হন ছেরে এরশাদ। বিলে গিয়ে ছাগল দুটি বাঁধা অবস্থায় পেলেও সূর্য বেগম সেখানে ছিলেন না। একপর্যায়ে বিলের একটি ভুট্টাখেত থেকে ৬ ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখেন। পরে রাত সাড়ে আটটার দিকে মুখ ও গলায় ওড়া প্যাঁচানো অবস্থায় ভুট্টাখেত থেকে সূর্য বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এরশাদ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। মামলটির ছায়া তদন্তে নামে র্যাব। ঘটনাটি হত্যাকাণ্ড নিশ্চিত হয়ে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ ও র্যাব-৫ এর যৌথ অভিযানে আসামি ফিরোজকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, গ্রেপ্তারকৃত ফিরোজ ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামি ফিরোজকে বৃহস্পতিবার পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।