
বড়াইগ্রামে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন নাটোর জেলা আ'লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
জয় বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক টি এম মাসুদ করিম বাকির সঞ্চালনায় গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ সময় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুজ্জামান গোলাম, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাটোর জেলা পরিষদ সদস্য হুমাইয়ারা জাহান রিয়া, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার,জাকির সরকার সহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি অব্যহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি নাটোর ৪ আসনে ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবিও জানান তারা।