
—ছবি মুক্ত প্রভাত
কুড়িগ্রামের চিলমারীতে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, ঔষধ সংকট নিরসন, পরিস্কার-পরিচ্ছনতা, চত্ত্বরে অবৈধ দোকান পাট ও মাইক্রো স্ট্যান্ড উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন জায়াগায় মাদক সেবিদের আনা-গোনা বৃদ্ধি পাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির পরামর্শ প্রদানসহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়েতে ইসলামী এর সভাপতি অধ্যাপক মোঃ নুরে আলম মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু হানিফা, চিলমারী মডেল থানার ইনচার্জ মোঃ আশরাফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।