
ধুনটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুজন আহমেদ (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় চিকাশী ইউনিয়নের জোড়শিমুল জামতলা সেতুর উপর এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সুজন সারিয়াকান্দি উপজেলার ইছামারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুজন আহমেদ মোবাইল অপারেটর বাংলা লিংকের সিম বিক্রেতা। মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে তিনি ধুনট আসছিলেন। চিকাশী ইউনিয়নের জোড়শিমুল এলাকার জমতলা সেতুর উপরে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজন আহমেদ মারা যান।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে এবিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।