
উল্লাপাড়ায় গলায় ভাত আটকে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাত খাওয়ার সময় গলায় আটকে রাজিব হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুস্তিগাছা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাজিব ওই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
নিহতের বাবা আব্দুস সোবাহান জানান, কয়েক দিন ধরে রাজিব অসুস্থ ছিল। রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ তার গলায় ভাত আটকে যায়। এতে শ্বাস নিতে না পেরে অল্প সময়ের মধ্যেই মারা যায় রাজিব। তাকে হাসপাতালে নেওয়ারও সুযোগ হয়নি।
রামকৃষ্ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজিব খুবই ভালো ছেলে ছিল। পারিবারিক কারণে পড়াশোনা করতে পারেনি। খাবার খাওয়ার সময় গলায় ভাত আটকে দম বন্ধ হয়ে মারা যাওয়া অত্যন্ত দুঃখজনক।