
তিতাস (কুমিল্লা): তিতাসে উপজেলা আওয়ামী লীগের অনুষ্ঠান বয়ক করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।-ছবি মুক্ত প্রভাত
কুমিল্লার তিতাসে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন।
উক্ত অনুষ্ঠান বয়কট করে আলাদা ভাবে ৩টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলার পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের নেতৃত্বে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
ইউনিয়ন গুলো হলো উপজেলার ভিটিকান্দি, কলাকান্দি ও নারান্দিয়া। শুক্রবার ২৩ জুন বিকেলে ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা এই অনুষ্ঠান করেন।
অনুষ্ঠানে গত ১৯ই জুন উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশে জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশকে অবমূল্যায়ন ও লাঞ্চিত করার ঘটনা নিয়ে তুমুল সমালোচনা করে কঠিন হুশিয়ারী দেন বক্তারা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
এসময় উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আরিফুজ্জামান খোকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.কামাল পারভেজ, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মাহফুজুর রহমান, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শহিদ উল্লাহ, সহ-সভাপতি মো.কবির সিকদার, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ডাক্তার এম.এ ছাত্তার প্রমূখ।
পরে আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা।