
—ছবি সংগৃহিত
কত আশা নিয়ে দিন শুনছিলেন। ব্রাজিল জাতীয় দলে ফিরবেন। খেলবেন সেপ্টেম্বরে বিশ্বকাপ বাচােইয়ে ব্রাজিলের শেষ দুটি ম্যাচে। কিন্তু নেইমারের এই আশা এখন পণ্ড হওয়ার শঙ্কা।
কারণটাও কেউ কেউ আন্দাজ করে নিতে পারেন। আগেও অনেকবার নেইমার দলে জায়গা পাননি চোটের কারণে। এবারও সেই একই কারণ।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে সান্তোসের অনুশীলনে গত বৃহস্পতিবার ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। এই ব্যথার কারণে পরের দিন আর ক্লাবের অনুশীলনে যোগ দিতে পারেননি।
বিষয়টি সান্তোসের তরফ থেকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে গ্লোবোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সিবিএফে। ব্রাজিল ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সান্তোসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।