
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১২শ' পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - ছবি মুক্ত প্রভাত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১২শ' পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরন করেছেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় শুক্রবার বিকালে উপজেলার ইছাপুরা এলাকার মোস্তফা মঞ্জিলে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য দিল মোহাম্মদ দিলু, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, আব্দুস সালাম ও নবী হোসেন, রূপগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিঠু খন্দকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।