
—ছবি মুক্ত প্রভাত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) আবারও সমালোচনায়। এবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অহনা আরেফিনের বিরুদ্ধে নিয়মিত ক্লাস না নিয়ে শিক্ষার্থীদের উপস্থিতির ওপর গড় নাম্বার দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থাপত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জানান, দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের CE262: Building Material and Constitution (Lab) কোর্সে তিনি পুরো এক বছরে মাত্র দু’টি ক্লাস নেন। পরে ল্যাব কোর্সের উপস্থিতির (১০ নম্বর) মধ্যে সবার জন্য গড়ে ৬ নাম্বার করে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ—নিয়মিত ক্লাস করা হোক বা অনিয়মিত, সবার নম্বর এক করে দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনায় শিক্ষার্থীরা বিভাগীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালেও শিক্ষিকা গড় নাম্বার দেওয়ার বিষয়টি স্বীকার করে ফলাফল প্রকাশ করেন।