
—ছবি মুক্ত প্রভাত
রাজশাহী'র বাগমারায় তৃণমূল মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে মহিলা সমাবেশ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার উপলক্ষ্যে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। (২৩ আগস্ট ) শনিবার অভ্যাগতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা মহিলা দলের সভানেত্রী নিহার বানু।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা দলের সভানেত্রী এ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহিলা দলের সহ-সভাপতি ফরিদা পারভীন, রাজশাহী জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক জিনাত আরা,
বাগমারা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপালী আক্তার রূপা, ভবানীগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী শাহিনা পারভীন ডলি, আড়ানী পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া খাতুন প্রমুখ।
সর্ব শেষে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমির হামজা কবিরাজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, এমাজউদ্দীন কবিরাজ, হাফিজুর রহমান মন্ডল সহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহিদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক এমরান হোসেন দুলাল।