
—ছবি মুক্ত প্রভাত
পাবনার সাঁথিয়ায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ আগস্ট ) ভোর রাতে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের মৃত হাসান মোল্লার ছেলে এইচএম মুক্তার হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
এইচএম মুক্তার হোসেন বলেন, আমার বাড়ির পশ্চিমে ৪০ শতাংশ জায়গায় পুকুর। সেখানে মাছ চাষ করে আসছি।
গত শুক্রবার (২২ আগস্ট) রাতে পুকুর দেখে চলে আসি। শনিবার ( ২৩ আগস্ট) সকালে মাছের খাবার দিতে গিয়ে দেখেন পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। কে বা কারা শক্রতামূলক ভাবে ওই পুকুরে বিষ প্রয়োগ করে।
এতে তার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। ভুক্তভোগী সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।