
—ছবি মুক্ত প্রভাত
ভূমি দস্যু এ্যাড. আহসান হাবিব ওরফে শুকুর আলীর অত্যাচার আর নির্যাতনে পৈত্রিক জমিতে পরবাসী হয়ে আছেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের প্রায় ২০টি পরিবারের শতাধিক মানুষ।
যে কোন ছোট খাট উছিলায় এলাকার লাঠিয়াল বাহিনীদের দিয়ে চালানো হয় অত্যাচার ও নির্যাতন। কোর্টে ও থানায় মিথ্যা মামলা দিয়ে করা হয় হয়রানি ও নির্যাতন । বাপ-দাদার আমল থেকেই এই অত্যাচার সহ্য করে আসছে শ্রীকৃষ্ণপুর গ্রামের বিশু সরকার দিং।
এ্যাড. শুকুর আলীর অত্যাচারে অতিষ্ট্ হয়ে গতকাল নওগাঁ জেলা প্রেসক্লাবে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু কিশোর উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তাদের উপর নির্যাতনের লোমহর্ষক ঘটনার বর্ননা দেয়। লিখিত বক্তব্যে বিশু সরকার জানান, উপস্থিত এই ২০টি পরিবারের লোকজন একই বংশের সদস্য।
বিশুর বাবা এফাজ উদ্দীন সরকারেরা ৪ভাই। উপজেলার ননুজ মৌজায় তাদের নামে জমিদারী খতিয়ান নং-৩৩, প্রজা খতিয়ান নং-২৪২,২৪৩, ২৪৪ ও ২৪৬ মোট ৬.৮৯ একর জমি রয়েছে। ১৯২০, ৬২ ও ৭২ সালে এফাজউদ্দীনের বাবা ও ভাইদের নামে রেকর্ড রয়েছে। বর্তমানে এদের নামেই খাজনা খারিজ রয়েছে। কিন্তু আহসান হাবীব শুকুর আলী জোড়পূর্বক এই ৬.৮৯একর জমি সহ এলকার প্রায় ৩৬৫ বিঘা খাস জমি(ছাহাম) জবর দখল করে রেখেছে এবং চাষ আবাদ করে আসছে।
১৯৭২ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানান কুটকৌশলে শুকুর আলী এই নির্যাতিতদের নিজ জমি থেকে উচ্ছেদ শুরু করে।
সর্বশেষ ২০০১ সালে এসকল পরিবারের নারী ও শিশুসহ সকলের উপর লাঠিয়াল বাহিনী দ্বারা অকথ্য নির্যাাতন চালিয়ে তাদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করে। তখন থেকেই বিষু সরকার দিং নিজ জমিতে উচ্ছেদ হয়ে সরকারী খাস জমিতে, রেলের জায়গায় মাথা গোজার ঠাঁই করেছে। অপরদিকে শুকুর আলী দখলকৃত বসতবাড়ি ভেঙ্গে ফেলে ধানী জমিতে রুপান্তরিত করে আবাদ করে আসছে।
পরবর্তীতে নিজেদের জমির কাগজপত্র সংগ্রহ করে স্থানীয় মাতব্বর, ইউপি সদস্যদের নিকট সুষ্ঠু বিচারে দাবিতে ঘুরে ঘুরে কোন সুবিচার পান নাই। সেই সময় তাদের উপর বিভিন্ন মিথ্যা মামলা, চুরি মামলা দিয়ে তাদের উপর নানা ভাবে অত্যাচার করা হয়েছে। জেল হাজতে একাধিক বার প্রেরণ করা হয়েছে। এসব অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে বিষু সরকার নিজে বাদী হয়ে ২০২২ সালে বদলগাছী সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন । মামলা নং- ৯৫/২২(বদলগাছী)। বিবাদী আহসান হাবীব ওরফে শুকুর আলী দিং ।
গত ২৪/০৪/২০২৪ তারিখে উক্ত আদালতের বিচারক কাগজপত্র বিশ্লেষন করে উভয় পক্ষের যুক্তি তর্ক বিশ্লেষণ শেষে বিষু সরকার দিং এর পক্ষে একতরফা রায় প্রদান করেন।
শুকুর আলীর অবৈধ দখলকৃত বাঁকি ৩৬৫ বিঘা সরকারী খাস জমির উপর বিষু সরকার স্ট্যাটাসকো চাইলে আদালত উক্ত জমির উপর গত ১৭/০২/২০২৫ তারিখে স্ট্যাটাসকো দেয়। এখন পর্যন্ত ঐ জমির উপর স্ট্যাটাসকো বহাল রয়েছে।
উক্ত জমিতে শুকুর আলী আদালতের রায় অমান্য করে স্ট্যাট্সাকো ভ্যাকেট না করে বে আইনী ভাবে উক্ত সরকারের খাস জমি দখল করে চাষ আবাদ করে আসছে।
এরমধ্যে গত ২৪ এপ্রিল আদালতের রায় পাওয়ার পর বিষু সরকার দিং তাদের বাপ দাদার জমি দখলে নেয় এবং ভোগ দখল করে আসছে।
সর্বশেষ গত ১৬ আগস্ট বিষু সরকার তাদের জমিতে ধান রোপন করতে গেলে আহসান হাবিব শুকুর তার দলবল নিয়ে বিষু সরকারের লোকজনের উপর হামল করে একাধিক মহিলা সহ বেশ কয়েকজন গুরুত্বর জখম করে।
এ ঘটনায় বিষু সরকার বাদী হয়ে বদলগাছী থানায় অভিযোগ করলেও পুলিশের পক্ষ হতে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করে নাই বলে উল্লেখ করেন ।
সংবাদ সম্মেলনে বিষু সরকার ছাড়াও অফেলা, মাসুদা, তোতা ও ফরিদা তাদের উপর নির্যাতনের ঘটনা বর্ণনা করেন।
বিষু সরকার তাদের উপর নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবি ও তাদের বৈধ পৈত্রিক জমির উপর যাতে আর কোন হামলা ও মিথ্যা মামলা না হয় সেজন্য উর্ধ্বোতন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেন।