
—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট উপজেলায় বাঙালী নদীর পানিতে ডুবে আরমিনা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামে এ ঘটনা ঘটে। আরমিনা ওই গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, বুধবার সকাল থেকে আরমিনাকে খুঁজে পায় না পেয়ে পরিবারে সদস্যরা গ্রামে তাকে খোঁজাখুজি করছিল।
দুপুরের দিকে স্থানীয় এক কৃষক নদীতে তার ভাসমান মৃতদেহ দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
ধারনা করা হচ্ছে, আরমিনা একা একা নদীর তীরে খেলা করছিল।
এ সময় অসাবধানতা বসত সে নদীর পানিতে ডুবে যায়।