
সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় বটগাছ থেকে বের হচ্ছে অলৌকিক পানি, সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন মানুষ।-ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জ উল্লাপাড়া চকচৌবিলা পাকা সড়কে বটগাছ থেকে অলৌকিক পানি সংগ্রহ করতে ভীড় করছে এলাকার দূরদূরান্ত থেকে আসা শত শত নারী ও পুরুষ।
সরেজমিনে গিয়ে জানা যায় চকচৌবিলা সড়কের গোড়ায় শত শত স্থানে সামান্য একটু করে কেটে সেখানে এক বা দূই ইঞ্চি পরিমান একটা সুতা ঝুলিয়ে দিয়ে রাখে আর সেটি সুতা বেয়ে ফোঁটা ফোটা পানি অনবরত পড়তে থাকে।
এবং সেখানে অনেক নারী পুরুষ ও শিশুরাও এ পানি সংগ্রহ করতে বোতল হাতে ধরে ভীড় করছে। এদিকে সাংবাদিকরা জানতে চাইলে পানি সংগ্রহ কারিগন বলেন এই পানি যে কোন রোগের নাম নিয়ে খেলে সেই রোগ সেরে যাবে। তাই আমরা এই পানি সংগ্রহ করছি।
অন্য দিকে কয়েকজন পথচারী কাশেম( ৪০),বেল্লাল হোসেন,(৩৮) রিফাত রহমান (৫৫) বলেন এই গাছ থেকে গত ১২/ বছর আগে এভাবে পানি আসতো। মাঝখানে বন্ধ থাকার পর বর্তমানে গত পাঁচ দিন ধরে আবার এভাবে পানি পড়ছে।
আবার গাছের গোড়ায় বিশ্রাম করার জন্য পাকা করে দেওয়ায় পানি সংগ্রহ করতে অনেকরই সুবিধা হচ্ছে।
এ ব্যাপারে বিভিন্ন অঞ্চল থেকে পানি সংগ্রহ করতে অনেক লোকজন আসছে ও এলাকায় কৌতুহলের সৃষ্টি হচ্ছে। এবং মুল বিষয়টি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকার সচেতন নাগরিকগন।