
—ছবি মুক্ত প্রভাত
নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ট্রেন চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় অস্থায়ীভাবে ভাঙা স্থানে পাটের বস্তা বসিয়ে ট্রেনগুলোকে সীমিত গতিতে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা ফাটলটির সন্ধান পান। পরে দ্রুত ভাঙা স্থানে পাটের বস্তা বসিয়ে ট্রেন চলাচল সচল রাখা হয়। এরই মধ্যে রাজশাহীগামী কমিউটার ট্রেন এবং ঢালারচর এক্সপ্রেস সতর্কভাবে ওই অংশ অতিক্রম করেছে।
ঘটনাস্থলে থাকা রেলশ্রমিক মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে সকালে তারা পৌঁছে যান এবং প্রাথমিকভাবে পাটের বস্তা ব্যবহার করে ট্রেন পার করার ব্যবস্থা নেন। রাজশাহী থেকে শ্রমিক এসে মেরামতকাজ শুরু করেছেন বলেও তিনি জানান।
লোকমানপুর রেলস্টেশনে মাস্টার না থাকায় আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বিষয়টি দেখভাল করছেন। তিনি বলেন, “লাইনে ফাটল ধরা পড়ার পর থেকেই ট্রেনগুলো সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলছে। সংস্কার শেষ হলে পুনরায় স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল করবে।'