
—ছবি মুক্ত প্রভাত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা সমবায় কর্কমর্তা মাহবুব আরিফ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নানসহ অন্যরা। এছাড়া মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।