
নাসিরনগরে জাল নোট চক্রের ৩ সদস্য গ্রেফতার
নাসিরনগর বাজার থেকে জাল নোট চক্রের ৩ সদস্য পুলিশের কাছে সোপর্দ করেছে স্হানীয় জনগণ। গত রবিবার সন্ধ্যায় নাসিরনগর সদরের গৌর মন্দির মোড় সংলগ্ল হাস মুরগির বাজারের কানু দাসের চা দোকান জাল নোট চক্রের ৩ সদস্য কে পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান ১২৫০০ টাকা জাল নোট নিয়ে গ্রেফতারকৃতরা হলেন,পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া(৪০), মৃত ইউনুছ মিয়ার ছেলে সুমন মিয়া(৩৮) একই গ্রামের জসুক মিয়ার ছেলে মোঃ হাবিব(২৫)। স্থানীয় সূত্রে জানা যায় তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে বিভিন্ন হাট বাজারে। তাদের এ জাল নোট গ্রামের সাধারণ মানুষের হাতে ছড়িয়ে পড়ার কারণে বিপদে পড়ছে এলাকাবাসী।