
—ছবি মুক্ত প্রভাত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়ার দক্ষিণ বোয়াইলমারীতে জাতীয়তাবাদী প্রজন্ম দল সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী প্রজন্ম দল সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সেলিমের পরিচালনায় প্রধান ছিলেন ৬৮,পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী ইউনুস আলী। এ সময় বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান খোকন, পৌর বিএনপি নেতা আবুল কালাম আজাদ, পৌর যুব দলের আহবায়ক এসএম মাসুদ মাসুদ রহমান, বিএনপি নেতা মনিরুজ্জামান সুমন হোসেন, বিএনপি নেতা আশিক ইকবাল রাসেল, মৎস্যজীবী দলের উপজেলা আহবায়ক মনোয়ার পারভেজ মানিক,পৌর ছাত্রদলের আহবায়ক জীবন হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।