
ধুনটে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা
বগুড়ার ধুনট উপজেলা পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এরপর ধুনট পাইটল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব আকতার আলম সেলিম, সাবেক
পৌর কাউন্সিলনর আলী আজগর মান্নান, ধুনট উপজেলা পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহসভাপতি নিমাই চন্দ্র ঘোষ, গৌতম কুমার সাহা, নৃপেন্দ্র
নাথ সরকার, ধুনট পৌর মহা শশ্মান কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, কেন্দ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহা, পূজা
উদ্ধসঢ়;যাপন কমিটির নেতা সাধন কুমার সাহা, মনোহর চন্দ্র ঘোষ, নিরঞ্জন কুমার সরকার, শিপন চন্দ্র দাস, হৃদয় কুমার রায়, সন্তোষ কুমার মন্ডল, বাংলাদেশ আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠি
বগুড়া জেলা শাখার সভাপতি কার্তিক কুমার বানাই ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদ্ধসঢ়;যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ সকল