
গুরুদাসপুর (নাটোর): গুরুদাসপুরের ৬৫০ কৃষককে সার-বীজ দেওয়া হয়েছে।-ছবি মুক্ত প্রভাত
গুরুদাসপুরের ৬৫০ জন কৃষককে পেঁয়াজ, রোপা আমন ধান বীজ ও দুই প্রকারের সার ও দেওয়া হয়েছে। চলতি খরিপ মওসুমে গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের এসব সার—বীজ দিয়েছে গুরুদাসপুর কৃষি সম্প্রসারণ অফিস।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, প্রত্যেক কৃষককে ৫ কেজি করে রোপা আমন ধান বীজ, ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।একইসাথে এসব কৃষককে পেঁয়াজ চাষের জন্য বীজের পাশপাশি চাষাবাদের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণ এবং মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে নগদ ২ হাজার ৮০০ টাকা করে দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
সার-বীজ বিতরণের সময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন, কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান প্রমূখ।