
ধুনটে শ্রমিকদল নেতা ও তার স্ত্রীরবিরুদ্ধে এক নারীর অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলা শ্রমিকদল নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক নারী। ছবি বিকৃত করে অশ্লীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থ দাবীর অভিযোগ তুলেছেন রুমা খাতুন নামের ওই নারী।
তিনি শুক্রবার ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী রুমা খাতুন বড়বিলা গ্রামের সেলিম রেজার স্ত্রী। সম্প্রতি তাকে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী হিসেবে সক্রিয় দেখা গেছে।
অপরদিকে অভিযুক্ত আশাদুল ইসলাম ধুনট সদরের রত্নীপাড়া গ্রামের কালাম প্রামানিকের ছেলে। সে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। তার স্ত্রী দিতি আকতার ধুনট সদর
ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য।
অভিযোগে উল্লেখ করা হয় পূর্ব শত্রæতার জের ধরে আশাদুল ইসলাম তার ব্যক্তিগত ছবি দিয়ে অশ্লীল ছবি তৈরি করে রুমা খাতুনসহ বিভিন্ন ব্যক্তির ম্যাসেঞ্জারে পাঠিয়ে মানহানির চেষ্টা করছে।
শুক্রবার আশাদুল ইসলামকে মোবাইল ফোনে কল দিয়ে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন রুমা। এসময় আশাদুল ইসলাম তার কাছে ২ লাখ টাকা দাবী করেন। টাকা না দিলে ফেসবুকে পোস্ট দেবার হুমকি দেন।
অভিযুক্ত দিতি আকতার বলেন আমি নিজের ফেসবুক একাউন্টে রুমা খাতুনের ছবি পোস্ট করেছি। সেখানে রুমা খাতুনকে আওয়ামী মহিলা লীগের নেত্রী হিসেবে উল্লেখ করে প্রমাণ উপস্থাপন করেছি। ৫ আগস্ট পরবর্তিতে রুমা খাতুন সুযোগ নিয়ে জাতীয়তাবাদী মহিলা দলে ভিরেছেন। ছবিতে রুমা খাতুনকে মহিলা লীগের নেত্রীদের সঙ্গে দলীয় কর্মসূচিতে দেখা গেছে।
আমার এ প্রতিবাদকে দমাতে সে মিথ্যা অভিযোগ করেছে। অভিযুক্ত আশাদুল ইসলাম বলেন রুমা আকতার মহিলা লীগের নেত্রী। সে এখন মহিলা দলের নেত্রী সাজার চেষ্টা করছে। এসব বিষয় নিয়ে আমার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেছেন সত্য।
তবে তার ছবি বিকৃতি করা বা তার কাছে টাকা চাওয়ার তথ্য সত্য নয়। সে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক অভিযোগ এনেছে। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন রুমা খাতুন নামের গৃহবধূর অভিযোগটি প্রাথমিক ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে পরবর্তি আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।