
হরিপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও জিগা গ্রামে সিগেন রায় (৫৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিগেন রায় দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। তিন কন্যা সন্তানের ব্যয় ও চিকিৎসা খরচ বহনে অক্ষম হয়ে পড়েন তিনি। এতে পরিবারে অশান্তি ও মানসিক কষ্ট থেকে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ জাকিরিয়া মন্ডল বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সত্যকার কারার জন্য দেওয়া,হয়েছে।