
—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম জামিলা খাতুন (৪০)। তিনি একই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) ভোর রাত ৪টার পর থেকে নিখোঁজ ছিলেন জামিলা খাতুন। স্বামী উজ্জল হোসেন জানান, সেদিন রাতে তারা একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। শেষ রাতে ঘুম ভেঙে তিনি দেখেন স্ত্রী বিছানায় নেই। পরে স্বজনদের নিয়ে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
বুধবার উজ্জল হোসেন উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা পুকুরপাড়ের জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় এবং পোকা লাগা ছিল, ফলে আঘাত বা ক্ষতের চিহ্ন বোঝা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, নিহতের বড় ভাই আব্দুস সাত্তার ধারণা করছেন, বোনের মৃত্যু স্বাভাবিক নয়। তবে এখন পর্যন্ত নিহতের পরিবার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি।