
স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবিতে ৬ ঘণ্টার রেল অবরোধ, সময় বেঁধে প্রত্যাহার
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা বুধবার (১৩ জুলাই) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে রেল ব্লকেড কর্মসূচি পালন করেন। সকাল ৯টায় শুরু হওয়া এ অবরোধ চলে বিকেল ৩টা পর্যন্ত। তবে আগামীকাল (বৃহস্পতিবার) ১১ টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ধুমকেতু এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসসহ বেশকয়েকটি ট্রেন পার্শ্ববর্তী স্টেশনগুলোতে আটকা পড়ে।
সকাল ১০টার দিকে উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। পরে বিকেল ৩টায় শিক্ষার্থীরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি স্থগিত করেন।
এদিকে আন্দোলনকারীদের পক্ষে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম হোসেন, সাবরিনা সালাত ও সুজনা খাতুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘ ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। নির্মাণ কাজের ডিপিপি ১০ হাজার কোটি টাকা থেকে সাতবার সংশোধিত হয়ে পাঁচ শত কোটি টাকায় রূপান্তর করা হয়।
বিষয়টি গত ২৬ জুলাই একনেক সভায় ওঠার কথা ছিল। শাহজাদপুরের বুড়িপোতা জিয়া মৌজায় সরকারিভাবে একশ একর জমির প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করার কথা। সরকারি এই সমস্ত জমির অধিকাংশই স্থানীয়ভাবে কেউ না কেউ দখল করে আছেন। তাদের পক্ষ নিয়ে চলনবিল সংগ্রাম কমিটির কতিপয় স্বার্থান্বেষী নেতা ও সংগঠক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি যাতে স্থাপিত না হয়, সেজন্য পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ দেন।
ওই চিঠিপত্রের কারণে মাননীয় পরিবেশ উপদেষ্টা ডিপিপি একনেক বৈঠকে ওঠার সময় ভেটো দেন। পরবর্তীতে কৌশলগত বিলম্ব শুরু করতে থাকে। এরপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের আগেই ঝুলে যায়।
যে কারণে আমরা বাধ্য হয়ে গত আঠারো দিন থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছি। সরকার এখন পর্যন্ত কোন ইতিবাচক সাড়া দেয়নি। ইতিবাচক সাড়া না দেওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। তারা আরো জানান, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টার মধ্যে ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লাপাড়া স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, সকাল ৯টা ৫ মিনিটে শিক্ষার্থীরা আকস্মিকভাবে রেললাইনে বসে পড়েন। তবে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত: গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একই দাবিতে আন্দোলন শুরু করেন। গত ১৮ দিন থেকে চলমান কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা দফায় দফায় তারা তাদের বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন সংলগ্ন বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করেন।
এরপর তারা হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ঢাকা-রংপুর মহাসড়ক ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে থাকে এবং উভয়দিকে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কে নবীন বরণ ও সেমিনার করে। তারা উল্লাপাড়া স্টেশনে এসে বুধবার সকালে ঢাকা ঈশ্বরদী রেলপথ অবরোধ করেন।