
—ছবি মুক্ত প্রভাত
ভারত আবারো বাংলাদেশি পণ্য আমদানিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের আওতায় ভারতের ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না।
শুধু দেশটির ভারতের মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির সুয়োগ রয়েছে। এমন বিধিনিষেধ দিয়ে আজ সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যাল (ডিজিএফটি) থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপ অনুযায়ী=বাংলাদেশের যে চারটি পণ্যের ওপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে, সেগুলো হলো পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।
নতুন এই বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতের রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর হয়ে পণ্য পাঠাতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বাংলাদেশ থেকে উল্লেখিত েএসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয়, তার ১ শতাংশেরম কাছকাছি যায় সমুদ্র পথে। বাকিটা স্থলপথে রপ্তানি হয়। ফলে বিধিনিষেধের কারণে মুলত এসব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিয়েছে ভারত।