
হাতিয়ায় ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন
খরিপ/২০২২-২০২৩ অর্থ বছরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় হাতিয়া উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ১৬ জুন থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কৃষক প্রশিক্ষণের এ কার্যক্রম শুরু হয়ে ১৮ জুন রবিবার তা সমাপ্ত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শহীদুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল প্রমুখ।
এদিকে, কৃষক প্রশিক্ষণে অংশ নেয়া ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ ম্যান্যুয়াল সহ প্রত্যেক'কে একটি করে ব্যাগ প্রদান করা হয়। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল বাছেদ সবুজ।