
—ছবি মুক্ত প্রভাত
নাসিরনগর জুলাই বর্ষপূর্তিতে উপজেলা বি এন পির দুই গ্রুপের গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নাসিরনগর বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার উদ্যোগে ৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে গণ মিছিল ও পথসভা পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকেল ১ ঘটিকায় নাসিরনগর উপজেলা সদরে ২৪শে জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তিতে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির সভাপতি কলেজ মোড়ে ইমরান চত্বরে পিটি সুপার মার্কে সাধাণ সম্পাদক ও বি এন পবর নেতা এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে পথসভার অনুষ্ঠিত হয়।
বি এন পির সভাপতি সাংগঠনিক সম্পাদক অন্য দিকে সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণ বাড়িয়া উকিল লাব্রেরির সভাপতি এ কে এম কামরুজ্জামান মানুন পথসভায় বক্তব্য তারা বলেন, জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়।শহীদের আশা আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে।
দেশের সকল সেক্টরে গ্রহণযোগ্য সংস্কার করতে হবে এবং পতিত ফ্যাসিষ্টদের গণহত্যার জন্য বিচার নিশ্চিত করতে হবে।পাশাপাশি বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডার বাজি চূড়ান্ত রূপে নির্মূল করতে হবে।