
সিরাজগঞ্জে ৬৭ জন বিজীয়দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ
সিরাজগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বন্ধবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ এবং জাতীয় কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা, চিত্রাংকন, কুইজ ও বইপাঠ প্রতিযোগিতায় বিজীয়দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের আয়োজনে ৬৭ জন বিজীয়দের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর করুণা রানী সাহা।
সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মো. সজীব আহম্মেদ’র সভাপতিত্বে অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরি এ্যাসিসটেন্ট মো. মিজানুর রহমান, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়সহ বিজীয়দের শিক্ষার্থীদের অভিভাবকগণ।