
—ছবি মুক্ত প্রভাত
জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম জামালপুর জেলা শাখার আহ্বায়ক জেডসিএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য
প্রনোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
শনিবার (২ আগষ্ট) তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে পথসভার আয়োজন করে।
ঐ পথ সভায় তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির-সহ সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য জামালপুর জেলার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্রফোরাম জামালপুর আইন কলেজ শাখার সভাপতি জুনায়েদ, তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সিঃ সহ-সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক দল শহর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, জাহিদ হাসান, সদর থানা দক্ষিন জেডসিএফ এর সদস্য সচিব মামুনুর রশীদ মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম,শুভ পাঠান হৃদয় ও রাজুর নামে মিথ্যা মামলা প্রত্যাহর করাসহ বিএনপির নেতাকর্মীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।