
—ছবি মুক্ত প্রভাত
রোববার উল্লাপাড়ায় শুরু হলো উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পথ চলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হসনাত বেলা ১১ টায় ফিতা কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কানুনগো নুরুল ইসলাম, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আমজাদ হোসনে খান, উল্লাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ময়নুল হোসাইন, সংবাদিক আল মাহমুদ, আলমগীর হোসেন, মোঃ আমিনুল ইসলামসহ স্থানীয় সুধীবৃন্দ।
গ্রামীন জনগোষ্ঠীর সাধারণ মানুষের স্বচ্ছ ও ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নিদের্শনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন উল্লাপাড়ায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের অনুমোদন দিয়েছে। উপজেলা গেটের পাশে আবু বকর সিদ্দিক বাবুর এবি কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট প্রতিষ্ঠানকে ভূমি সেবা সহতায়ত কেন্দ্রের উদ্যোক্তা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এখন থেকে সাধারণ মানুষকে প্রতিদিন ছোট খাটো কাজের জন্য আর ভূমি অফিসে যেতে হবে না।
তাদের প্রত্যাশিত কর্মকান্ড ভূমি সেবা কেন্দ্রেই সম্পন্ন করতে পারবেন। তিনি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পরিচালক আবু বকর সিদ্দিক বাবুকে সর্বস্তরের মানুষকে সরকারের বেধে দেওয়া মূল্যে সেবা প্রদান নিশ্চিত করার নিদের্শনা দেন। সেই সাথে তিনি এই সেবা কেন্দ্রের সার্বিক সাফল্য কামনা করেন।