
—ছবি মুক্ত প্রভাত
পাবনার সাঁথিয়ায় শিক্ষকদের হয়রানি ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে উপজেলার শতাধিক শিক্ষক অংশ নেন।
সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন বলেন, সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া বিল ভাউচারে সরকারি তহবিলের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ করেন শিক্ষকরা।
অভিযোগের প্রেক্ষিতে হেলাল উদ্দিনকে গত ১৭ জুলাই নাটোরের বড়াইগ্রামে বদলী আদেশের পরেও তিনি সাঁথিয়ার কর্মস্থল ত্যাগ না করে একাধিক অভিযোগকারী শিক্ষক ও কর্মকর্তাদের বানোয়াট অভিযোগ এনে মিথ্যা বিভাগীয় মামলায় ফাঁসিয়েছেন।
প্রতিবাদ করায় সম্প্রতি অনুসারীদের দিয়ে অভিযোগকারী শিক্ষকদেরকে অফিসকক্ষে মারপিটও করিয়েছেন হেলাল উদ্দিন।
বিক্ষুব্ধ শিক্ষকরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও অভিযুক্ত শিক্ষা অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলতাব হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক- শিক্ষিকারা অংশ নেন। পরে উপজেলা নিবার্হী কর্মকতার কাছে স্মারকলিপি দেন তারা।