
—ছবি মুক্ত প্রভাত
আমাদের সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নেই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না এমন শ্লোগানকে সামনে নিয়ে নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের ২০২৫ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০শে জুলাই সাড়ে ১১টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে নওগাঁ বদলগাছী আঞ্চলিক সড়কে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্যানারে ঘণ্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বক্তব্যর মাধ্যমে তাদের দাবি তুলে ধরে বলেন, প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, চাই প্রকৃত মেধার মূল্যায়ন সহ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে। বৈষম্যর অবসান চেয়ে চলতি বছরে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান তারা। তাদের দাবি মেনে না নিলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করেন।
এসময় শফিউল ইসলাম দিপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন আসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমান,সাধারণ সম্পাদক শামিম হোসেন, স্কুল শিক্ষক মতিন,বেলাল হোসেন,ফারুক হোসেন,খালেক ,শামীমা আক্তার।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক, শিক্ষিকাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।মানববন্ধন শেষে বাদলগাছীছ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।