
—ছবি মুক্ত প্রভাত
নওগাঁর বদলগাছীতে ৩৬তম জাতীয় নারী হ্যন্ডবল প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষ্যে মাসব্যাপী অনুশীলনরত নারী হ্যান্ডবল খেলোয়াড়ের মধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আওয়াল।
গতকাল মঙ্গলবার ২৯শে জুলাই বিকেল সাড়ে ৪টায় বদলগাছীর লাবণ্যপ্রভা পাইলট কমিনিউটি হাই স্কুল মাঠে মাসব্যাপী অনুশীলনরত নারী হ্যান্ডবল খেলোয়াড়ের প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি,সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম,সমাজসেবা অফিসার রাজিব আহম্মেদ, বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন,লাবন্যপ্রভা পাইলট কমিনিউটি হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,বিদ্যালয়ের সভাপতি তরিকুল ইসলাম সহ আরো অনেকে।
এসময় অনুশীলনরত নারী হ্যান্ডবল খেলোয়াড় লাল জার্সিতে শিমুল দল ও হলুদ জার্সিতে পলাশ দলে খেলে। এসময় পলাশ দল ৪গোলের ব্যবধানে জয় পায়। খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আওয়াল বিদ্যালয় প্রাঙ্গণে একটি জারুল গাছ লাগান।