
—ছবি মুক্ত প্রভাত
ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠান আজ ৩০(জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে।২০১৯ -২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান 'নবীতক ৯'।
আজ (৩০ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিংয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড.উদ্দিন শেখর।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেই উপস্থিত থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬ জন বর্তমান এবং একজন সাবেক উপাচার্য। এছাড়াও উপস্থিত থাকবেন এর উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান। যে সকল উপাচার্য উপস্থিত থাকবেন ---
ড. এম এ সরওয়ারউদ্দীন চৌধুরী, উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক ড.মোহাম্মদ হায়দার আলী,উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম,উপাচার্য, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক ডক্টর মোঃ আতিয়ার রহমান,উপাচার্য, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক ড.এস এম আব্দুল আওয়াল, উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক ড.নাজমুল আহসান, উপাচার্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক ড. মুহলেহ উদ্দিন আহমদ, উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে অংশগ্রহণকারী সকলকে নিম্নলিখিত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে ---
নির্দেশনা
মোটরসাইকেল সহ সকল প্রকার যানবাহন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সহ এবং অন্যান্য সব জায়গায় পুলিশ পাহারা থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরী কার্ড, অথবা বিভাগীয় প্রত্যয়ন নিয়ে প্রবেশ করতে হবে।
একাডেমিক বিল্ডিং এর দক্ষিণ গেট দিয়ে ছেলেমেয়েরা পৃথক দুই লাইনে অনুষ্ঠান স্থলে প্রবেশ করবে।
দ্বিতীয় তলার ওপরে কেউ উঠতে পারবে না দ্বিতীয় তলার গেট গুলো বাঁশ দিয়ে বন্ধ থাকবে। ৬.একাডেমিক ভবনের উত্তর দিয়ে রাত নয়টার সময় বাহির হওয়ার জন্য খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয় চত্বর ও একাডেমিক বিল্ডিংয়ে মাদকদ্রব্য সেবন কালে ধরা পড়লে অনুযায়ী বিশ্ববিদ্যালয় আইনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।
নির্ধারিত ঘেরা বেষ্টিত(ফেন্স) এলাকায় শুধুমাত্র নবম ব্যাচের রেজিস্টার্ড শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে।
আজ সকাল ১০:৩০ মিনিট থেকে অনুষ্ঠানের কার্যক্রম চলমান থাকবে রাত ৯:০০ পর্যন্ত। অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।