
—ছবি মুক্ত প্রভাত
দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে সীমান্তের ফকিরপাড়া (ধরন্দা) এ অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।
হিলি সিপি বিওপি ক্যাম্প কমান্ডার অসিম কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ফকিরপাড়া এলাকায় অবস্থান নেয়। ভোরের সময় দুই চোরাকারবারি ভারতীয় সীমান্ত থেকে বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া শুরু করে। এ সময় তারা মাদকসহ বস্তাটি ফেলে পালিয়ে যায়।
পরিত্যক্ত বস্তা তল্লাশি করে জব্দ করা হয় ৭৪ বোতল ফেনসিডিল, ৩ বোতল ভারতীয় মদ এবং ৮,৫৫০ পিস অ্যাম্পল (নেশা জাতীয় ইনজেকশন)। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। সীমান্তে চোরাকারবারিদের শনাক্ত এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।