
—ছবি মুক্ত প্রভাত
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জে পুলিশ পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে। লাশ দুটির কোন পরিচয় জানা যায়নি। একটি লাশ উদ্ধার করেছে চৌহালী নৌ পুলিশ যমুনা নদী থেকে।
এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় অর্ধগলিত এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা চৌহালী নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে। অপর লাশটি উদ্ধার করা হয় উল্লাপাড়া লাহিড়ী মোহনপুর এলাকা থেকে।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবিদ হোসেন খান জানান, অন্ততঃ ১৫ দিন আগে এই যুবককে হত্যা করে লাশ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়।
উজান থেকে লাশটি ভেসে এসেছে বলে পুলিশের ধারণা। লাশটি পচে গেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অপর দিকে উল্লাপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকায় উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়ক থেকে এক মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে। এই লাশেরও পরিচয় জানা যায়নি।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম জানান, কথিত মোটর সাইকেল চালক ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন। এই যুবকের বয়স হবে ২৭/২৮ বছর। ট্রাকটি তাকে এমনভাবে চাপা দিয়েছে যে তার মাথা এবং গলা সম্পূর্ণ থেঁতলে গেছে।
ফলে তাঁকে সনাক্ত করা খুবই কঠিন। তবে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনার পরই ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায়। এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে কথিত পুলিশ কর্মকর্তা জানান।