
চিলমারীতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা শিক্ষার্থ ী পুরষ্কার প্রদান।
গত বুধবার কুড়িগ্রামের চিলমারীতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়েছে।
বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ও শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে চিলমারী অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩৪ টি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কলেজ ও কারিগরি বিভাগের মোট ৩৪ জন ছাত্র-ছাত্রীকে তাদের কৃতিত্বের জন্য ক্রেষ্ট ও সনদ দিয়ে পুরস্কৃত করা হয়।
২০২২ এবং ২০২৩ ইং সালের এইচএসসি ও সমমান পর্যায়ে ভালো ফলাফলের জন্য যে সকল ছাত্র-ছাত্রীরা পুরস্কৃত হয়েছেন তারা হলেন, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ থেকে মোছাঃ লাবন্য আক্তার লিমা, জান্নাতুল মাওয়া, মোছাঃ মৌসুমি আক্তার মৌ, মার্জিয়া আক্তার মনি, মোছাঃ শামিমা আক্তার।
চিলমারী সরকারি কলেজ থেকে মোঃ মোফাচ্ছেল মন্ডল ,আরিফুল ইসলাম মোঃ মিজানুর রহমান বিজু, জামান প্রামানিক, মোঃ শিমুল মিঞা, মোঃ শিহাব আহম্মেদ। ফকিরেরহাট মফিজিয়া
আলিম মাদ্রাসা থেকে পাশ করা লিপি খাতুন, রবিউল ইসলাম।
চিলমারী মহিলা ডিগ্রী কলেজ থেকে মোছাঃ সুমাইয়া আক্তার সুমি। চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা থেকে পাশ করা মোঃ মোবাশি^র আহমেদ সিদ্দিক, রাজারভিটা সিনিয়র আলিম মাদ্রাসা’র, মাহাবুবা সিদ্দিকা।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।
পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমা রব্বানী, থানাহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।