
-ছবি মুক্ত প্রভাত
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের জঙ্গলীপুর জোড়া ব্রিজ এলাকায় একটি তেলবাহী ট্যাংকলড়ির সামনের চাকা ফেটে যায়।
এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্যাংকলড়িটি ব্রিজের উপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন লড়ীর চালক সোহাগ হোসেন (৩৫)। তিনি বগুড়া জেলার বাগমারা এলাকার বাসিন্দা। দুর্ঘটনাকবলিত ট্যাংকলড়িটি বাঘাবাড়ি বন্দর থেকে তেল নিয়ে বগুড়া যাচ্ছিল। এই ঘটনার পর প্রায় দেড় ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় হাটিকুমরুল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্টে যাওয়া ট্যাংকলড়িটি সরালে ওই সড়কে যানচলাচল শুরু হয়।