
—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের কোনাগাঁতী গ্রাম থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো কোনাগাঁতী গ্রামের গোলাম রব্বানীর ছেলে বাদশা শেখ, আবুল মন্ডলের ছেলে শাহ আলম, গোলাম রব্বানীর ছেলে আব্দুল আজিজ ও চাঁনদিয়াড় গ্রামের সামাদ সরকারের ছেলে আব্দুল রান্না।
এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ অভিযান টের পেয়ে বিষ্ণপুর গ্রামের ইছাহাক শেখের ছেলে পাশা শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত চারজন ও পলাতক পাশা শেখের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এসআই মোস্তাফিজ আলম।
এসআই মোস্তাফিজ আলম বলেন ‘গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃত বাদশা শেখের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে সকলের নিকট থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে ৫১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।