
গোবিপ্রবিতে ক্লাস ও পরীক্ষা বন্ধসহ শিক্ষার্থীদের দুই নির্দেশনা
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল সোমবার ( ২১জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বন্ধসহ শিক্ষার্থীদেরকে দুই নির্দেশনা মেনে চলতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপালগঞ্জে কারফিউ জারি করার ফলে সোমবার (২১ জুলাই ) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী মঙ্গলবার (২২ জুলাই) প্রশাসনিক ও একাডেমিক সহ সকল কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবা সমূহ যথারীতি চালু থাকবে। ’
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিম্নোক্ত দুটি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে গোপালগঞ্জের চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
এমন পরিস্থিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে চলাফেরার সময় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান কৃত পরিচয়পত্র সঙ্গে রাখা। এছাড়া কোনো শিক্ষার্থী যদি কোনো সমস্যায় পড়েন ( আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সন্দেহজনক আটক হন) তবে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ( প্রক্টর দপ্তর) জানানোর জন্য বলা হয়েছে।
গতকালও একই নোটিশ দেওয়া হয়েছিল। তবে ক্লাস ও পরীক্ষা বন্ধ করার কারণ হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।