
—ছবি মুক্ত প্রভাত
গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবারের হামলা সংঘাতের পর পরিস্থিতি অনেকটা শান্ত থাকলেও কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। এই সংঘাতের সময় গুলিতে নিহত চারজনের দাফন ও শেষকৃত্য বুধবার ও বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ময়না তদন্ত ছাড়াই।
বৃহস্পতিবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কোনো মামলা হয়নি।
বুধবার জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকরা হামলা চালান। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নেতা-কর্মীদের সংঘাত বাধে। এসময় গুলিতে ওই চার ব্যক্তি নিহত হন।
সংঘঅতে নিহত চার ব্যক্তি হলেন শহরের কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের রাজমিস্ত্রি রমজান কাজী, শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার মোবাইল পার্টস ব্যবসায়ী সোহেল রানা, শহরের উদয়ন রোডের পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার দোকান কর্মচারী ইমন তালুকদার।
চারজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।