
রাণীশংকৈল কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথকে বিদায় সংবর্ধনা দিয়েছে রাণীশংকৈল উপজেলার এসএমই কৃষক কল্যাণ সমিতি। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) পদে দায়িত্ব পেয়েছেন।
এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা আয়োজন করে উপজেলা এসএমই কৃষক কল্যাণ সমিতি। এতে এমএমই কৃষক কল্যাণ সমিতির সদস্য ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথিরবক্তব্য রাখেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,সাংবাদিক হুমায়ন আহাম্মেদ, এমএমই কৃষক কল্যাণ সমিতির সভাপতি পয়গাম আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বিএডিসি সার ডিলার আবু বক্কর প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব ও উপজেলা কৃষি কর্মকর্তার সহধর্মীণি শান্তনা রানী রায়সহ উপজেলা কৃষি সম্প্রসারণের কর্মকর্তা কর্মচারীরা। আলোচনা সভা শেষে কৃষক কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি ক্রেষ্ট ও উপহার সামগ্রী উপজেলা কৃষি কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।