
—ছবি মুক্ত প্রভাত
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমালের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, উপজেলা আমীর মাওলানা মো. ইব্রাহিম হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক সহকারী প্রভাষক এনামুল হক সরকার, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জসিউল করিম পলাশ প্রমুখ।
এছাড়াও জুলাই গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র মুরাদ হোসেন, পারভেজ, আব্দুল্লাহ আল মামুন ও মতিয়ার রহমান তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, “গত বছরের এই দিনে রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হয়ে যে তরুণ শহীদ হয়েছেন, তার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই দিবস নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে।”
আলোচনা সভায় বক্তারা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।