
—ছবি মুক্ত প্রভাত
সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং দেশের অভ্যন্তরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টি করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের নেতৃত্বে উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি,যুবদল,ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা বিক্ষোভ র্যালিতে যোগ দেয়। বিক্ষোভ র্যালিটি
বদলগাছী চারমাথা মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তা প্রদক্ষিণ করে বদলগাছী চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ র্যালি শেষে চারমাথা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক ফজলে হুদা বাবুল। বৃষ্টি আসায় তড়িঘড়ি করে বিক্ষোভ সমাবেশ সমাবেশ সমাপ্তি ঘোষনা করা হয়।