
-ছবি মুক্ত প্রভাত
ঠাকুুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের খানপুর গ্রামে ১৩ জুলাই রবিবার বেলা ১১.৩০ মিনিটে মুন্নি আক্তার (১৮) নামে এক গ্রহবধু আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সরেজমিনে জানা যায়, গেদুড়া ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের পলটু নাপিতের মেয়ে মুন্নি সাথে ৩মাস আগে একই উপজেলার আমগাঁও খানপুর গ্রামের মতিবুল রহমানের সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়।
বিয়ের পর থেকে মুন্নি আক্তারের আচরণ পরিবর্তণ শুরু হয়।
মুন্নি আক্তারের স্বামীর বাড়ির লোকজন বলছে,
বাড়িতে কেহ না থাকার সুযোগে নিজ শয়ন ঘরের বাঁশের স্বরের এর সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্র মতে, মুন্নি আক্তার কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল মর্মে জানা যায়।
হরিপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার সত্যতা স্বীকার করেছন আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হবিবর রহমান চৌধুরী।