
-ছবি মুক্ত প্রভাত
দিনাজপুরের হিলিতে চুরির অপবাদে বাডিতে বেঁধে রেখে বাবলু হোসেন (৩২) নামের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার মালেপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত বাবলু উপজেলার দক্ষিণবাসুদেবপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মালেপাড়া মহল্লার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রাব্বি হাসান চুরির অভিযোগ এনে সে ও তার সাঙ্গপাঙ্গসহ পাশ্ববর্তী দক্ষিণবাসুদেবপুর মহল্লার বাবলু হোসেনকে বাড়িতে আটকে শনিবার দিনভর মারপিট করে। খবর পেয়ে থানা পুলিশ ওই বাড়িতে তাকে উদ্ধারে গেলে রাব্বী ও তার দলবল পালিয়ে যায়।
এরপর পুলিশ ওই বাড়ি থেকে বাবলুর লাশ উদ্ধার করেন। এবং অভিযুক্ত রাব্বী হাসানের শাশুড়ি লিনা পারভিন ও দক্ষিণবাসুদেবপুর মহল্লার হাতেম আলীর ছেলে জিয়া মন্ডলকে গ্রেপ্তার করেন।
হাকিমপুর থানা ওসি নাজমুল হক বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে ইতোমধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বঁাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এবং নিহতের লাশ উদ্ধার করে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।