
—ছবি সংগৃহিত
এসএসসি পরীক্ষার পাসের হারে ময়মনসিংহ বোর্ডের মধ্যে জামালপুর জেলা সবার শীর্ষে অবস্থান করছে। জামালপুর জেলায় পাশের হার শতকরা ৬০.১৯। এই বিভাগের চারটি জেলার মধ্যে সবার নিচে অবস্থান করছে শেরপুর জেলা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ্।
ময়মনসিংহ বোর্ড সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বোর্ডের অধীনে মংমনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলা। এই চার জেলার মধ্যে জামালপুর জেলার পাশের হার শতকরা ৬০.১৯। জামালপুর জেলা থেকে মাধ্যমিক পচিশ হাজার ৯৭৭জন অংশগ্রহণ করে পাশ করেছে পনেরো হাজার ৬৩৬জন। এই বোর্ডের অধীনে জামালপুর জেলায় সর্বমোট জিপিএ ফাইভ (এ+) পেয়েছে এক হাজার ৫১৬জন।
জেলায় ১৫৮ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ (এ+) পেয়ে জিপিএ ফাইভ এর দিকে থেকে প্রথমে অবস্থানে রয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আবার জামালপুর জিলা স্কুল থেকে জিপিএ ফাইভ (এ+) পেয়েছে ১৪৫জন।
এছাড়াও মংমনসিংহ জেলার পাশের হার শতকরা ৫৭.৯০, নেত্রকোনা জেলার পাশের হার শতকরা ৫৯.৫৮, শেরপুর জেলার পাশের হার শতকরা ৫৩.৭৪ পাশ করেছে। ময়মনসিংহ জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় ছয়চল্লিশ হাজার ৯৫ জন অংশগ্রহণ করে পাশ করেছে ছাব্বিশ হাজার ৬৯১জন। নেত্রকোনা জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় উনিষ হাজার ৪১৯জন অংশগ্রহণ করে পাশ করেছে এগারো হাজার ৫৬৯জন। শেরপুর জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় চৌদ্দ হাজার ৬০জন অংশগ্রহণ করে পাশ করেছে সাত হাজার ৫৬০জন।