
—ছবি মুক্ত প্রভাত
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে রাতের অন্ধকারে ড্রেজার দিয়ে বালু দস্যুরা দেদারছে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে করে নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
চিহ্নিত বালু দস্যু চক্রটি আওয়ামী লীগ সরকারের সময় থেকে অদ্যাবধি চিলমারী নৌ-বন্দর থানা ও ঢুষমারা জল থানাকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে কুড়িগ্রাম জেলাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
বালু উত্তোলনের ফলে বজরা দিয়ারখাতা, তেলিপাড়া, ঘোড়ারকুটি ও বড়ভিটা এলাকায় শতাধিক একর ফসলি জমি, গাছ-পালা, মসজিদ ও রাস্তাঘাট নদী গর্ভে বিলিন হয়ে গেছে। গত মঙ্গলবার রাত ১২টার পর নৌ-বন্দর ঘাট এলাকায় গিয়ে দেখা যায় প্রায় ৫০টিরও বেশি ড্রেজার দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।
ঐ এলাকার স্থায়ী বাসিন্দা মুক্তিযোদ্ধা রিয়াজুল হক জানান, প্রতি রাতে ১২টার পর অসংখ্যা ড্রেজার দিয়ে বালু দস্যুচক্র দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে ড্রাম ট্রাক ও ট্র্রাক্টর দিয়ে বিক্রয় করে আসছে। ড্র্রেজারের বিকট শব্দে এলাকাবাসী ঠিকমতো ঘুমাতে পারছে না।
দিনে প্রশাসন অভিযান পরিচালনা করলেও রাতের বেলা কোন তৎপরতা না থাকায় নির্বিঘ্নে চক্রটি বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। তাতে করে নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধিসহ ব্যাপক শব্দ দূষণ হচ্ছে। এলাকার মানুষ অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।