
—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনটে অরিজিনাল ভাবে বানাই জাতি ও ক্ষুদ্র-নিগোষ্ঠী তাদেরকে বাদ দিয়ে যারা নামমাত্র আদিবাসী তাদেরকে গরু বরাদ্দ দেওয়া অভিযোগে উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. রেহেনা খাতুনের বিরুদ্ধে মানববন্ধন কমসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় ধুনট উপজেলা কর্ণিদাস আদিবাসী উন্নয়ন সংগঠনের আয়োজন উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধুনট উপজেলা কর্ণিদাস আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি শ্রী নিখিল চন্দ্র বানাই।
এসময় উপস্থিত ছিলেন দুথি রাম চন্দ্র বানাই, আলো রানী, ধীরেন্দ্র বানাই, সন্ধ্যা রানী, নীলমনী চন্দ্র বানাই, লক্ষি রানী, পলান চন্দ্র বানাই, অতুল চন্দ্র বানাই, ববিতা রানী, তাপসী রানী মালো, ভোলা চন্দ্র মালো ও দিপালী চন্দ্র মালো প্রমুখ।
এ বিষয়ে ধুনট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রেহেনা খাতুন বলেন, বরাদ্দের চেয়ে চাহিদা বেশি থাকায় সবাইকে দেওয়া সম্ভব হয়নি। তারপরেও যারা মানববন্ধন করেছে তাদের একজনকে দেওয়া হয়েছে। আর বাকীদের কাগজ ঠিক নাই।